Mahadev online betting app scam mastermind Saurabh Chandrakar arrested from Dubai
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে বড়সড় সাফল্য। শুক্রবার দুবাইয়ে থেকে গ্রেফতার করা হল মূলচক্রী সৌরভ চন্দ্রকরকে। আগেই সৌরভের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বেটিং অ্যাপের মাধ্যমে বেআইনিভাবে অন্তত ৬০০০ কোটি টাকা আয় করেছে এই সংস্থা।
ছত্তিশগড় পুলিশের এফআইআরের পর মহাদেব অনলাইন বেটিং অ্যাপের বিরুদ্ধে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি। কেন্দ্রীয় সংস্থা তদন্তের দায়িত্ব নেওয়ার আগে এই অ্যাপের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল বিশাখাপত্তনম পুলিশ ও অন্যান্য একাধিক রাজ্যের পুলিশ। ইডির তদন্তে জানা যায় দুবাই থেকে চালানো হচ্ছিল অ্যাপটি। এছাড়া একাধিক দেশে আলাদা আলাদা নামে ফ্রাঞ্চাইজি নিয়ে চালানো হচ্ছিল অ্যাপটি। এর মাধ্যমে বেআইনিভাবে যে টাকা আয় করা হচ্ছিল তা ভুয়ো অ্যাকাউন্ট ও হাওয়ালার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছিল।