November 8, 2024 8:05 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 8, 2024 8:05 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Madyamik result: মাধ্যমিকের খাতা দেখা নিয়ে উঠছে প্রশ্ন? নম্বর যোগে ভুল, শাস্তির মুখে একাধিক শিক্ষক শিক্ষিকা

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Many teachers face punishment for wrong addition of secondary school marks

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকের খাতার নম্বর যোগে ভুল। শাস্তির মুখে একাধিক শিক্ষক শিক্ষিকা। রিভিউ ও স্ক্রুটিনির পর ১২হাজার খাতায় মিলল গরমিল। এর মুখে ক্ষোভের মুখে প্রায় ১৩০০ শিক্ষক শিক্ষিকা। ২মে প্রকাশিত হয় মাধ্যমিকের ফল।এবছর পরীক্ষায় বসেছে ৯,লক্ষ ১২হাজার ৫৯৮ জন। পাস করেছে ৭লক্ষ ৬৫হাজার ২৫২ জন। মোট পাসের হার ৮৬.৩১ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। এই বছরে মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন মোট ৫৭ জন পরীক্ষার্থী। ফল প্রকাশের পর রিভিউ ও স্ক্রুটিনি জন্য আবেদনের দিন ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ। গত সপ্তাহের শুক্রবার প্রকাশিত হয়েছে পিপিআর ও পিপিএস এর ফল। তাতেই প্রকাশ্যে আসে, যোগে ভুল করেন শিক্ষকরা। এই ভুলের জন্য পরীক্ষার্থীদের ২০ থেকে ২২ নম্বর পর্যন্ত বেড়েছে। এমনকি এমসিকিউ অংশ যোগ করার ক্ষেত্রেও ভুলত্রুটি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৬৩ লক্ষ খাতার মধ্যে ১২ হাজার খাতায় এমন ভুল ধরা পড়েছে। তার জেরে মেধাতালিকাতেও বদল ঘটেছে।মেধা তালিকায় স্থান বদল হয়েছে চারজন পরীক্ষার্থীর। প্রথম দশ জনের মেধাতালিকায় ঢুকে পড়েছে আরও সাতজনের নাম। এরফলে মাধ্যমিকের খাতা দেখা নিয়ে উঠছে প্রশ্ন। আর তাই এবার খাতা দেখা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষকদের কড়া ভাবে সতর্ক করতে উদ্যোগী পর্ষদ। সূত্রের খবর, মাধ্যমিকের খাতা দেখেছেন এমন ১৩০০ শিক্ষক ও শিক্ষিকাদের বিরুদ্ধে পর্ষদের পক্ষ থেকে নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। নম্বর গননার ক্ষেত্রে যাঁদের ভুল গুরুতর তাঁদেরকে তলব করা হবে পর্ষদের অফিসে। ভবিষ্যতে যাতে এমন না নয় তাই এই উদ্যোগ পর্ষদের।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top