New Guidelines on Secondary Test Exam Papers
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পরীক্ষাটি শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার আগে সব ছাত্র-ছাত্রীর মধ্যেই উত্তেজনা এবং চাপ অনুভূত হয়। তবে, মূল পরীক্ষার আগে তাদের টেস্ট পরীক্ষা দিতে হয়, যাতে তারা নিজেদের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে ধারণা পায়।এবার, মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত বা অবাঞ্ছিত কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো বিদ্যালয় সিলেবাসের বাইরে বা অবাঞ্ছিত প্রশ্ন দেয়, তবে এর সম্পূর্ণ দায়ভার ওই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার ওপর পড়বে।পর্ষদ জানিয়েছে যে, একাধিক বিদ্যালয় একত্রে (ক্লাস্টার) প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। প্রতিটি বিদ্যালয়কে তাদের নিজস্ব টেস্ট প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে পর্ষদ নতুন সিদ্ধান্ত নিয়ে থাকে। এবারও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, পরীক্ষা শেষে প্রশ্নপত্রের সফট কপি ইমেইল করে পর্ষদে পাঠাতে হবে।
এই নিয়মের বিরুদ্ধে রাজ্যের শিক্ষক সংগঠনগুলোর একটি অংশ প্রতিবাদ জানিয়েছে।বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই বিষয়ে বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদ কেন ক্লাস্টারের বিরোধিতা করছে, তা আমরা বুঝতে পারছি না। বিদ্যালয়ের আর্থিক অবস্থা ভালো নয়, এবং সরকার এখনও কম্পোজিট গ্রান্টের টাকা দেয়নি। যদি প্রত্যেক বিদ্যালয় আলাদাভাবে প্রশ্নপত্র ছাপাতে চায়, তাহলে তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি হবে।’