Madhuparna, a member of Thakurbari and daughter of Mamatabala Thakur, hit the field for the first time.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স ২৫ বছর। ১৩ বছর পর এই কেন্দ্রে ফিরল তৃণমূল কংগ্রেস। জয়ী ঘোষণা হতেই সবুজ আবিরে মেতেছেন নেতা–কর্মীরা। বাগদা এলাকার মানুষজন ভরসা করেছেন, খুশি সদ্য জয়ী মধুপর্ণা।
আজ, শনিবার চার উপনির্বাচন কেন্সদ্রগুলির গণনা ছিল। পারিবারিক বিবাদ থেকে ধরনায় বসা মধুপর্ণা ঠাকুরই বাগদা উপনির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে দেন। সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে জয়ী হন মধুপর্ণা ঠাকুর। প্রথম রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হলেন তিনি।