Bike lost control on MA fly over and hit divider, fell down, admitted to hospital with serious injuries
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে। বুধবার দিনের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তিলজলা ট্রাফিক গার্ডের কাছে, সকাল সাড়ে ৮টা নাগাদ দ্রুত গতিতে একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুজন। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক রক্ষা পেলেও উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান আরোহী। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর।