The lorry will run along the Ganges, the road is being built
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অভিনব ট্রাক করিডর পেতে চলেছে কলকাতা। মেটিয়াব্রুজ থেকে হাওড়া পর্যন্ত ট্রাক চলাচলের জন্য গঙ্গার তলা দিয়ে এক সুরঙ্গ তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অধীনে এই নতুন সুড়ঙ্গ পথ তৈরি করা হবে। মূলত এই পথ তৈরি হবে মালবাহি লড়ি চলাচলের জন্য। আগেই হাওয়া ব্রিজের ওপর থেকে চাপ কমানোর জন্য দ্বিতীয় হুগলি ব্রিজ তৈরি হয়েছিল। এছাড়াও রয়েছে বালি ব্রিজ। কিন্তু বন্দর এলাকা থেকে লরিগুলো হাওড়া এবং দ্বিতীয় হুগলির সেতুর ওপর থেকেই চলাচল করে। তাই দুই সেতুর ওপর চাপ কমাতে এবার আসরে নামল কেন্দ্র। আগামী বছরেই শুরু হবে গঙ্গার নিচে সুড়ঙ্গ তৈরির কাজ।