Narendra Modi, Amit Shah should resign after this verdict, said Trinamool supremo Mamata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল জিততেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নীশিথ প্রামানিক এবারে লোকসভা ভোটে জগদীশ বাসুনিয়ার কাছে পরাস্ত হতেই অমিত শাহকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দাবি করেন অমিত শাহের মেরুদণ্ড ভেঙে দিয়েছে জনগন। ৪০০ পারের কথা বললেও ৩০০র কাছাকাছি সিট পাওয়য়া নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনকে নিয়ে। তারা বিজেপির কথায় কাজ করছেন বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও দাবি করেন, কাঁথিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলেও তাঁকে নাকি হারানোর জন্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এক্ষেত্রেও অবজারভার বিজেপির হয়ে কাজ করছেন বলে দাবি করেন তিনি।