Bharatiya Janata Party gave 1 goal to Congress in Gujarat.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের শুরুতেই এগিয়ে গেল বিজেপি। গুজরাটে কংগ্রেসকে ১ গোল দিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। সুরাটে কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন বাতিল হতেই বাকি স্বাধীন প্রার্থীরা ভোটে প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্ত নেয়। আর তাতেই নির্বাচনের ফল বেরোনোর আগেই জিতে গেল বিজেপির প্রার্থী মুকেশ দালাল। সেখানে ভোট হওয়ার কথা আগামী ৭ মে। তাঁঁর আগেই চূড়ান্ত হয়ে গেল কে জিতছেন সেখান থেকে। আগেই কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন পত্রে ভুল থাকায় নীলেশ কুম্ভানির প্রার্থীপদ খারিজ হয়ে গেছিল। অপর এক পরিবর্ত প্রার্থী দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফে। সেই প্রার্থী অর্থাৎ সুরেশ বাবুর মনোনয়নও বাতিন হয়। এরই মধ্যে কেন্দ্রের বাকি চার নির্দল প্রার্থী মনোময়ন প্রত্যাহারের শেষ দিনে নাম তুলে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় দিতে গেলেন বিজেপির মুকেশ দালাল।