CPI(M) candidates completed their campaigning on Sunday morning despite cloudy skies and no sunshine.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার সকালের আবহাওয়াটা ছিল বেশ মিষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ ছিল মেঘলা। রোদের তীব্রতা ছিল উধাও। হাঁসফাঁস গরম থেকে কিছুটা রেহাই। সামনেই ভোট তাই, গরম এর পারদ না চড়লেও, লোকসভা নির্বাচনের প্রচারের পারদ ক্রমশ চড়েছে রবিবার।
এদিন সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার, জনসংযোগে নেমে পড়েছেন সিপিআই(এম) প্রার্থীরা। রবিবার সকাল থেকেই কলকাতা পৌরসভার ১০০ নম্বর ওয়ার্ডের প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। নাকতলা পোস্ট অফিসের সামনে থেকে প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি এদিন বাজারে প্রচার করতে দেখা যায় তাকে। সেখানে মূল্যবৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় তাকে।
অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষও এদিন ব্যান্ডেলের রবীন্দ্র নগর বাজারে প্রচার করেন। রাজ্য জুড়ে ফোড়েদের বাড়বারন্ত নিয়ে বিক্রেতাদের সাথেও কথা বলেন সিপিআই(এম) প্রার্থী। গত পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ডে ভোট লুঠের কথা বলেন এলাকার মানুষরা।