Veteran BJP leader LK Advani was admitted to the hospital again
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক মাস পর আবারও হাসপাতালে প্রবীণ বিজেপি নেতা। মঙ্গলবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হল বিজেপির প্রবীণ নেতা এল কে আডবাণীকে। জানা গিয়েছে, এদিন হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি আডবানীকে ভর্তি করা হয় দিল্লির অ্যাপলো হাসপাতালে। নিউরোলজিস্ট ডাক্তার বিনীত সুরির অধীনে চিকিৎসাধীন ৯৬ বছর বয়সি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। আপাতত তিনি স্থিতিশীল, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত হয়েছে মেডিক্যাল টিম।অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়ার জুলাই মাস আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেও ভর্তি করা হয়েছিল আডবাণীকে।
প্রায় তিন দশকের সংসদীয় কেরিয়ারের ক্যাপিং, বিজেপির প্রবীণ নেতা এল কে আডবাণীকে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি উপ-প্রধানমন্ত্রী ছিলেন।