Manchester United was blown away by Liverpool in the English Premier League match
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ইংলিশ প্রিমিয়র লিগের ম্যাচে উড়িয়ে দিল লিভারপুল। ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ৩-০ গোলে হারিয়ে এল ইউনাইটেডকে। দুরন্ত পারফরমেন্স করলেন লুইস দিয়াজ, মহম্মদ সালাহরা। মিশরিয় তারকা সালাহ আগেই জানিয়েছিলেন এটাই তাঁর শেষ মরশুম লিভারপুলে। ওল্ড ট্রাফোর্ডে তাই শেষবার খেলতে আসলেন লিভারপুলের জার্সিতে, আর এসেই গোল করলেন তিনি। ম্যাচে লিভারপুলকে ৩৫ মিনিটে এগিয়ে দেন কলম্বিয়ার ফুটবলার লুইস দিয়াজ। এর কয়েক মিনিট পরই আসে ফের গোল। এবারও সেই দিয়াজই গোল করে স্কোরলাইন লিভারপুলের পক্ষে ২-০ করেন। দ্বিতীয়ার্ধে বাঁপায়ের দুরন্ত শটে গোল করে লিভারপুলের হয়ে স্কোরলাইন ৩-০ করেন মহম্মদ সালাহ। কোচ হিসেবে ইপিএলে টানা তিন ম্যাচেই জয় পেলেন আর্নে স্লট।