Arne Slott’s Liverpool topped the English Premier League points table.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলে আর্নে স্লটের লিভারপুল। ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনালের পরপর ম্যাচে পয়েন্ট নষ্টের সুযোগ পুরোপুরি কাজে লাগালো অ্যানফিল্ডের ক্লাবটি। তাঁরা ইপিএলের ম্যাচে অন্যতম শক্তিশালী দল অ্যাস্টন ভিলাকেই হারিয়ে দিল ২-০ গোলে। এটাই ইপিএলে লিভারপুলের জার্সিতে শেষ মরশুম মহম্মদ সালাহ। নিজের শেষ মরশুমে তাই দলের জন্য ইপিএল জিততে চান তিনি। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট পেল লিভারপুল এই ম্যাচে জয়ের ফল। ডারউইন নুনেজ ম্যাচের ২০ মিনিটেই অ্যানফিল্ডের দলটির হয়ে প্রথম গোলটি করে এগিয়ে দিয়েছিলেন। এরপর দ্বিতীয়ার্ধে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করে দেন মিশরের ফুটবলার মহম্মদ সালাহ।