Lionel Messi broke Ronaldo’s record
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টার আর আর্জেন্তাইন তারকা রয়েছে বর্তমানে কয়েক হাজার কিলোমিটার দূরে। মাঝে রয়েছে সাগর সমুদ্র। একজন সৌদিতে, অপরজন মার্কিন মুলুকে। কিন্তু দূরে থাকলেও দুই তারকার তুলনা বারবারই চলে আসে খবরের শিরোনামে। এবার লিওনেস মেসি করে ফেললেন নিজের ফুটবল কেরিয়ারের ৮৫০ তম গোল। এর আগেই অবশ্য পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯০০ গোলের মাইলস্টোনও পেরিয়ে গেছেন। বর্তমানে তিনি দাঁড়িয়ে ৯০৮ গোলে। কিন্তু রোনাল্ডোর থেকে ৯৮ ম্যাচ কম খেলেই ৮৫০ গোলের ক্লাবে প্রবেশ করলেন মেসি। অ্যাটলান্টার বিরুদ্ধে গোল করেন তিনি।