Legal notice to makers of Kalki movie by former Congress leader
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কল্কি ২৮৯৮ ছবির জন্য নোটিস পাঠানো হল ছবির নির্মাতাদের। তাঁদের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণন। তিনি কল্কি ধামের সঙ্গেও যুক্ত। দীপিকা পাড়ুকোন এবং প্রভাস অভিনিত এই ছবি ২০২৪ সালের অন্যতম হিট। সেই ছবিতেই নামি মহাকাব্যকে ভুলভাবে ব্যখ্যা করা হয়েছে, এই মর্মেই নোটিস পাঠানো হল ছবির নির্মাতাদের। সেই নোটিসে বলা হয়েছে, হিন্দু পুরান অনুযায়ী যেভাবে কল্কিকে ব্যখ্যা করা হয়েছে, সেখানে ছবির সঙ্গে অনেক পার্থক্য রয়েছে, যা বিভ্রান্তিকর। এর ফলে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে। এই ছবির পরিচাল নাগ অশ্বিন। হিন্দি ভাষার পাশাপাশি তেলেগু, কন্নড় ভাষাতেও এই ছবি রিলিজ হয়েছে। ছবির ভুল তথ্যের জন্য মানুষের এই বইয়ের ওপর থেকে ভরসা উঠে যাবে বলেও দাবি করা হয়েছে।