Left Front Chairman Biman Bose published the list of candidates for the fifth phase there.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার বামফ্রন্টের সাংবাদিক সম্মেলন হয়। সেখানে পঞ্চম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেছিলেন, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩০টি আসনে বামফ্রন্ট লড়াই করবে। ১২টি আসনে লড়বে কংগ্রেস। শুক্রবার অবধি ২৮টি আসনে বামপন্থী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি ছিল কেবলমাত্র মথুরাপুর এবং জয়নগর আসনের প্রার্থীদের নাম। শনিবার মথুরাপুরের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল।
দেখে নেওয়া যাক বামফ্রন্টের প্রার্থীতালিকা-লোকসভা ২০২৪
প্রথম দফার তালিকা:-
১। কলকাতা দক্ষিণ-সায়রা শাহ হালিম [(সিপিআই(এম)]
২। যাদবপুর -সৃজন ভট্টাচার্য [(সিপিআই(এম)]
৩। কোচবিহার- নীতিশ চন্দ্র রায় (ফরওয়ার্ড ব্লক)
৪। জলপাইগুড়ি -দেবরাজ বর্মণ [(সিপিআই(এম)]
৫। বালুরঘাট-জয়দেব সিদ্ধান্ত (আরএসপি)
৬। কৃষ্ণনগর- এসএম সাদি [(সিপিআই(এম)]
৭। দমদম- সুজন চক্রবর্তী [(সিপিআই(এম)]
৮। হাওড়া- সব্যসাচী চ্যাটার্জি [(সিপিআই(এম)]
৯। শ্রীরামপুর-দীপ্সিতা ধর [(সিপিআই(এম)
১০। হুগলি – মনোদীপ ঘোষ [(সিপিআই(এম)]
১১। তমলুক- সায়ন ব্যানার্জি [(সিপিআই(এম)]
১২। মেদিনীপুর -বিপ্লব ভট্ট (সিপিআই)
১৩। বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত [(সিপিআই(এম)]
১৪। বিষ্ণুপুর- শীতল কৈবর্ত্য [(সিপিআই(এম)]
১৫। বর্ধমান পূর্ব -নীরব খান [(সিপিআই(এম)]
১৬। আসানসোল- জাহানারা খান [(সিপিআই(এম)]
দ্বিতীয় দফার তালিকা :-
১৭। আলিপুরদুয়ার- মিলি ওঁরাও (আরএসপি)
তৃতীয় দফার তালিকা :-
১৮। মুর্শিদাবাদ- মহম্মদ সেলিম [(সিপিআই(এম)]
১৯। রানাঘাট- অলকেশ দাস [(সিপিআই(এম)]
২০। বর্ধমান-দুর্গাপুর- সুকৃতি ঘোষাল [(সিপিআই(এম)]
২১। বোলপুর – শ্যামলী প্রধান [(সিপিআই(এম)]
চতুর্থ দফার তালিকা :-
২২। আরামবাগ–বিপ্লব কুমার মৈত্র [(সিপিআই(এম)]
২৩। ঝাড়গ্রাম- সোনামণি মূর্মু টুডু [(সিপিআই(এম)]
পঞ্চম দফার তালিকা :-
২৪। বসিরহাট- নিরাপদ সর্দার [(সিপিআই(এম)]
২৫। বারাকপুর- দেবদূত ঘোষ [(সিপিআই(এম)]
২৬। ডায়মন্ড হারবার- প্রতীক-উর রহমান [(সিপিআই(এম)]
২৭। ঘাটাল- তপন গাঙ্গুলি [( সিপিআই)]
২৮। বারাসত – প্রবীর ঘোষ [(ফরওয়ার্ড ব্লক)]
ষষ্ঠ দফার তালিকা :-
২৯। মথুরাপুর – ড. শরৎ চন্দ্র হালদার [(সিপিআই(এম)]