War situation in Lebanon! Indian embassy in Lebanon has issued a special notification.
আন্তর্জাতিক
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা!যেকোনও সময় লেবাননে ভয়ংকর আঘাত হানতে পারে ইজরায়েল। এই উত্তপ্ত পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে লেবাননের ভারতীয়দের নিয়ে। নাগরিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে লেবাননের ভারতীয় দুতাবাস।
১০ মাস পেরিয়েও গাজায় জারি রয়েছে হামাস-ইজরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। এবার সম্মুখ সমরে ইজরায়েল ও লেবাননের হেজবোল্লা গোষ্ঠী! হামলা পালটা হামলায় নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যেকোনও সময় লেবাননে ভয়ংকর আঘাত হানতে পারে তেল আভিভ। এই পরিস্থিতিতে লেবাননে থাকা নাগরিকদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। জারি করা হয়েছে সতর্কবার্তা। লেবাননের ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে লেবাননের ভারতীয় দূতাবাস। সকলকে সতর্ক করে বলা হয়েছে, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কথা মাথায় রেখে লেবাননের সমস্ত ভারতীয় নাগরিক এবং যাঁরা লেবাননে ভ্রমণের পরিকল্পনা করছেন তাঁরা সতর্কতা অবলম্বন করুন। এবং বেইরুটে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে সকলকে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনও সাহায্যের জন্য cons.beirut@mea.gov.in- এই ইমেলে ও এমারজেন্সি নম্বর 96176860128তে যোগাযোগ করুন।’
প্রসঙ্গত, ২৭ জুলাই ইজরায়েলের বুকে হওয়া হামলার কড়া নিন্দা জানিয়েছে আমেরিকা। কিন্তু এখনও এই হামলার দায় অস্বীকার করেছে হেজবোল্লা।
সমর বিশ্লেষকদের মতে, ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তাতে হামাসের ষড়যন্ত্রই কার্যত সফল হচ্ছে। গত ৭ অক্টোবরের পর থেকে ইহুদি দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে হেজবোল্লা। তাদের যুক্তি ছিল গাজায় হামাসকে সমর্থন জানিয়েই এই আক্রমণ শানানো হচ্ছে। পাশাপাশি লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথিরা। কয়েকদিন আগেই তারা তেল আভিভের মার্কিন দূতাবাসের সামনে ড্রোন হামলা চালায়। সেখানেও ঘটে প্রাণহানি। ফলে সবদিক থেকে ইজরায়েলকে কার্যত ঘিরে ফেলেছে সশস্ত্র সংগঠনগুলো। ফলে গাজায় হামাস কোণঠাসা হয়ে গেলেও ইজরায়েলকে রক্তাক্ত করছে ইরানের মদতপুষ্ট সংগঠনগুলো।