Senior BJP leader Lal Krishna Advani admitted to hospital due to illness again
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:ফের অসুস্থ্য হয়ে হাসপাতলে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি
প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি রাত ৯ টায় ডক্টর বিনিত সুরির পর্যবেক্ষণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি পর্যবেক্ষণে এবং স্থিতিশীল। উল্লেখ্য, সদ্য তিনি হাসপাতাল থেকে মুক্তি পেয়েছিলেন।
আবারও হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি ৷ মাত্র কয়েকদিন আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসায় সাড়া দেওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ এরপর বুধবার রাত 9টা নাগাদ ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷দিন কয়েক আগেও অসুস্থ হয়ে পড়েন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ৷ তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে ৷ সেবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করানো হয় দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ৷ বার্ধক্যজনিত সমস্যা নিয়েই নবতিপর এই বিজেপি নেতা হাসপাতালে ভর্তি হন ৷ তবে দ্রুত চিকিৎসায় সাড়া দিতে থাকেন বিজেপি নেতা ৷ তার ফলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ তবে মাত্র কয়েকদিনের মধ্য়েই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আদবানি ৷ অ্যাপোলো হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন বলে জানা গিয়েছে ৷
চলতি বছর মার্চে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয় ৷ আদবানির শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷