Allegations of harassment and beating of 2 young women in Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় ২ তরুণীকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল। ফের একবার শিরোনামে লেকটাউন। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার নাচের ক্লাস থেকে বাড়ি ফিরছিলেন ২ তরুণী। তাদের সঙ্গে ছিলেন এক পুরুষ বন্ধুও। দমদম পার্কের কাছে কিছু মদ্যপ দুষ্কৃতী তরুণীদের কটূক্তি করেন। ঘটনার প্রতিবাদ করলে তাদের হেনস্থা ও মারধর করা হয় বলে অভিযোগ।তরুণীদের সঙ্গে থাকা পুরুষ বন্ধু তাতে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে খবর। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের দ্বারস্থ হন আক্রান্ত তরুণী ও যুবকের পরিবার। গতকাল রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয় লেকটাউন থানায়। এরপর দমদম পার্কের একটি হোটেল থেকে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।দু’দিন আগেই লেকটাউনে ঘটে এমনই এক ঘটনা। এক মহিলাকে কটূক্তি করায় প্রতিবাদ করেন তাঁর স্বামী। সেই সময় স্বামীকে মারধর করা হয়েছিল। সেদিনই আবার ওই লেকটাউনেই বিসর্জনকে কেন্দ্র করে পুলিশ কর্মীদের মারধর করে কিছু দুষ্কৃতী। এবার ফের তেমনই ঘটনা আবার তাও সেই লেকটাউনেই।