Kunal Ghosh was removed from the post of State General Secretary.Then his explosive comments
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের অন্দরে হঠাৎই কি অন্তর্কলহ শুরু হয়ে গেল নাকি। লোকসভা নির্বাচন শুরুর আগে উত্তর কলকাতার তিন নেতাই তৃণমূলের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। একদিকে তাপস রায় সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন, যে সেই সাংসাদ তাঁর বাড়িতে ইডি পাঠিয়েছে বলে। অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও তখন ছোট সাইজে শাহজাহান বলে তোপ দেগেছিলেন। তবে রাজনীতিতে যা স্বাভাবিক, ফিস ফ্রাই বৈঠকের পর সব ঠিক ঠাক হয়ে গেছিল। কিন্তু বিজেপি নেতা তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করতেই দলের পদ থেকে অপসারিত করা হয় কুণাল ঘোসকে। সেই নিয়েই বোমা ফাটালেন কুণাল। এবার দেবকে নিয়ে ফের আরেক সাংসদ ডেরেক ও ব্রায়েনকে খোঁচা দিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার পর দেব তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তাঁকে অভিভাবক বলতে পারে, কিন্তু কুণাল ঘোষ এমন কিছু করলেই জবাবদিহি করতে হবে কেন, প্রশ্ন তুলেছেন তিনি।