Kunal Ghosh replied to Shuvendu on social media about Naihati candidate campaign.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীকে এবার সোশাল মিডিয়ায় একহাত নিলেন তৃণমুল নেতা কুণাল ঘোষ। নৈহাটির তৃণমুল প্রার্থীকে ব্যারক শোরগোল তৈরি হয়েছে, কারণ গোটা ফুটবল ময়দান এক হয়ে গেছে তাঁর হয়ে ভোট চাইতে। এরপর শুভেন্দুও তাতে বিরক্তি প্রকাশ করেছিলেন। এবার তাঁরই পাল্টা দিয়ে কুণাল ঘোষ লিখলেন, ‘ক্লাবের জার্সি পরিয়ে সমর্থকদের একাংশের নাম করে we want justice থেকে we want chair এ রূপান্তরিত পরিকল্পিত শ্লোগান দিলে সেটা বিপ্লব;আর নৈহাটির দক্ষ ক্রীড়াসংগঠক, যিনি ওই এলাকায় উচ্চমানের ফুটবল টেনে নিয়ে যাচ্ছেন, তিনি ভোটে প্রার্থী, তিন প্রধান ও আই এফ এ কর্তারা তাঁর প্রশংসা বা সমর্থন করলে সেটা রাজনীতি!!! মিডিয়ার অপূর্ব বিশ্লেষণ। সেদিন জার্সি পরিয়ে সরকারবিরোধী রাজনীতির সময় মনে ছিল না? ন্যায়বিচার সবাই চাই। কিন্তু বিরোধীরা ক্লাবগুলোর জার্সির অপব্যবহার করেছিল। আজ কর্তারা নিজেদের মতামত দিয়ে সনৎ দের মত সংগঠকের প্রশংসা করলে বুক ফাটছে? ‘