Those who are saying that they will not take Puja donation, they should return the money of previous years
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার ফের বিস্ফোরক দাবি রাখলেন কুণাল ঘোষ। যে পুজোকমিটি সরকারের পুজোর টাকা নেবে না বলছে, তাদের আগের বছরগুলির টাকা ফেরত দিতে বলে দিলেন তিনি।
তিনি ট্যুইট করে বলেছেন, “যে পুজোকমিটি এই ইস্যুর সঙ্গে পুজো মিশিয়ে পুজোর টাকা নেবেন না বলছে, তারা এতবছর যা নিয়েছে, সবটা ফেরত দিক।
ওই পুজোর সঙ্গে জড়িতরা রাজ্য সরকারের থেকে নেওয়া সবরকম স্কিম নেবেন না বলে জানান। না হলে শুধু সস্তা রাজনৈতিক চটক দেখিয়ে লাভ কী? RGKar এ দোষী/দের মৃত্যুদন্ড আমরাও চাই”।