Kunal Ghosh alleges unfair demands against junior doctors
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জুনিয়র ডাক্তারদের সঙ্গে সোমবারই কালিঘাটে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। সেই বৈঠকে আন্দোলনকারী ডাক্তারদের একাধিক দাবি মেনে নেওয়া হলেও এখনও কর্মবিরতি প্রত্যাহার হয়নি। জুনিয়র চিকিৎসকদের দাবি মতো কলকাতার নগরপাল পদ থেকে বিনিত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যভবনেও রদবদল আনা নয়। এবার নাকি জুনিয়র চিকিৎসকরা নতুন করে দাবি জানিয়েছেন প্রায় ৫১জন জুনিয়র ডাক্তারকে যাতে হাসপাতালে ঢুকতে দেওয়া না হয়। বিভিন্ন কারণ দেখিয়ে তাঁদের হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির দাবি নাকি জানিয়েছে চিকিৎসকরা, এমনই দাবি করলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, জুনিয়র চিকিৎসকরা এবার রাজ্য সরকারের অসহায়তার সুযোগ নিয়ে অন্যায় দাবি করছে।