Kunal Ghosh demanded that some of the junior doctors should be interrogated.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে বড় দাবি করলেন তৃণমুল নেতা কুণাল ঘোষ। সরাসরি তিনি এবার দাবি করলেন, জুনিয়র ডাক্তারদেরই কয়েকজনকে জেরা করা উচিত। প্রয়োজনে গ্রেফতারও করা উচিত। যে সব ডাক্তাররা আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণির বিভিন্ন নথিতে সই করেছিলেন, তারা কিভাবে দাবি করেন কিছুই জানতেন না। এই প্রশ্নই তুলেছেন কুণালবাবু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যেসব জুনিয়র ডাক্তাররা PM সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করেছেন; পরে নীরবতা পালন করে; তারপর প্রতিবাদে অংশ নেন; তাদের গ্রেফতার করে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা উচিত। কেন এই ডাবল স্ট্যান্ডার্ড গেম? তাদের অবস্থান পরিবর্তনের পেছনে কারা? সিবিআই তাদের গ্রেফতার করুক। ‘।