The recovery of the bloodied body of the young man creates excitement in Kolkata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। শুক্রবার সকালে কোয়েস্ট মলের পিছন দিকে একটি বাড়ি থেকে যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সামশের আলি (৩৮)। ঘটনার তদন্ত শুরু করেছে কড়েয়া থানার পুলিশ। খবর পেয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘরে ঢুকে ওই যুবককে গলার নলি কেটে খুন করা হয়েছে। উদ্ধারের সময় তাঁর দেহ রক্তে ভেসে যাচ্ছিল। রয়েছে একাধিক ক্ষতচিহ্নও।প্রমাণ নষ্ট করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে ব্রাইট স্ট্রিটের বাসিন্দা সামশের আলি ঘরে একাই থাকতেন। পাশের ঘরে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা থাকত। এদিন সকালে স্ত্রী ডাকতে গিয়ে দেখতে পায় দরজা ভিতর থেকে বন্ধ। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে সামশের। স্ত্রীর চিৎকারে ছুটে আসে পরিবারের বাকিরা ও স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে।