Do you know? Why is the color of Kolkata police uniform white?
রাজ্য
মুনমুন রায় প্রতিনিধি কলকাতা পুলিশ। নামটা শুনলেই একসময় অনেক অপরাধীর হৃদপিণ্ডের ধুকপুকানি বেড়ে যেত। বিশ্বে অপরাধ দমনে যারা অন্যতম সেরা বাহিনী, সেই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে একসময় কলকাতা পুলিশের তুলনা চলত। কিন্তু, এটুকুই কি শেষ? ইতিহাস কিন্তু, অন্য কথা বলে। যা দাবি করে, বিশ্বের অপরাধ বিজ্ঞানকে পথ দেখিয়েছে কলকাতার অন্যতম গর্ব কলকাতা পুলিশই।
১৮৪৫ সালে ব্রিটিশ শাসনকালে, ব্রিটিশরা কলকাতা পুলিশ গঠন করেছিল। সেইসময় একদিকে যেমন কলকাতা পুলিশের টিম গঠন চলছিল, পাশাপাশি তাঁদের পোশাক নিয়েও আলোচনা চলছিল। কিন্তু বাকি জায়গার পুলিশের পোশাকের সঙ্গে কলকাতা পুলিশের ইউনিফর্মের পার্থক্য ছিল। আর দীর্ঘ আলোচনার পর ব্রিটিশ অফিসাররা সিদ্ধান্ত নেন যে কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা হবে। সেই সঙ্গে গরমে চড়া রোদের দাপটও দেখা যায়। তাই সেই প্রস্তাবের জেরে কলকাতা পুলিশের পোশাকের রং সাদা করা হয়।
আর সেই থেকেই কলকাতা পুলিশের পোশাক হয় সাদা রঙের।যদিও পশ্চিমবঙ্গ পুলিশের ইউনিফর্ম খাকি কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা। সেই সময়ে ব্রিটিশ অফিসাররা কলকাতা পুলিশের পোশাক সাদা করার প্রস্তাব দিয়েছিলেন। কারণ, এখানে উপকূলীয় এলাকা হিসাবে আর্দ্রতা বেশি থাকে। সেই সঙ্গে গরমে চড়া রোদের দাপটও দেখা যায়। আর সাদা রং তাপ শোষণ করে না তাই গরম কম লাগে।
উদাহরণ হিসাবে বলা যায়, ট্রাফিক পুলিশদের পোশাকও কিন্তু সাদা। কারণ তীব্র গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয়।