Police patrol the streets to prevent noise crackers
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কালীপুজোয় শব্দবাজির দাপট এড়াতে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ। ইতিমধ্যেই বাজি ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা সেড়েছেন কলকাতার নগরপাল। সবুজ বাজি বিক্রি বাড়লেও রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতার বাইপাস সংলগ্ন বহু জায়গায় শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। তা রুখতেই এবার নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কলকাতা পুলিশ। কলকাতা বহুতল আবাসনগুলি থেকেও যাতে শব্দবাজি ফাটানো না হয়, তা রুখতেই এবার নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও শব্দবাজির রোখার জন্য রাস্তায় রাস্তায় পুলিশের টহল থাকবেই। এবছর কালিপুজোর বেশ খানিকটা আগে থেকেই বাজি ফাটানোর হিড়িক শুরু হয়ে গেছে।