December 14, 2024 3:08 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 3:08 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Kolkata Police: ফের কলকাতা পুলিশের রদবদল, গোয়েন্দা বিভাগ-সহ ৫ ইন্সপেক্টরকে বদলির নোটিস পাঠাল লালবাজার

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Lalbazar sent a transfer notice to 5 inspectors including the intelligence department

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের কলকাতা পুলিশের রদবদল। পাশাপাশি বদল আনা হল গোয়েন্দা বিভাগেও। শুক্রবার এমনটাই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। সম্প্রতি শহর কলকতায় ঘটে চলেছে বেশকিছু অপ্রীতিকর ঘটনা। এরই মাঝে বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে নিচুতলার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আরও নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে পাঁচজন ইন্সপেক্টরকে বদল করা হল।

বিজ্ঞপ্তি অনুযায়ী – গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সৌম্য ঠাকুরকে বদলি করা হয়েছে মুচিপাড়া থানায়। সেখানকার ওসির দায়িত্ব পেয়েছেন তিনি।ময়দান থানার অতিরিক্ত ওসির পদ সামলাতেন দীপঙ্কর বিশ্বাস। তাঁকে বদলি করা হল লেদার কমপ্লেক্স থানায়।দীপঙ্কর বিশ্বাসের বদলে ময়দান থানার অতিরিক্ত ওসি হলেন ইন্সপেক্টর সাবির উদ্দিন। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর ছিলেন।লেদার কমপ্লেক্স থানার অতিরিক্ত ওসির দায়িত্ব পেলেন ইন্সপেক্টর অনুপম চট্টোপাধ্যায়।ইন্সপেক্টর রাজীব চট্টোপাধ্যায়কে লেদার কমপ্লেক্স থানা থেকে বদলি করে নিয়ে যাওয়া হল স্পেশাল ব্রাঞ্চে। সবমিলিয়ে ৫ পুলিশ আধিকারিকের পদে রদবদল করা হয়েছে।

শুক্রবার রাজ্য পুলিশ একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে, লোকসভা ভোটের আগে যে সাব ইন্সপেক্টরদের অন্য জেলায় বদলি করা হয়, তাঁরা ইচ্ছা করলে পুরনো জেলা বা যে জেলায় লোকসভা ভোটের আগে কর্তব্যরত অবস্থায় ছিলেন, সেখানে ফেরত আসতে পারেন। ইচ্ছুক আধিকারিকদের এই ব‌্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে বলে জানিয়েছে নবান্ন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top