East Bengal won the Kolkata League
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতা লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গলের বিজয়রথ। এবার লালহলুদ সমর্থকদের মুখে হাসি ফোটালেন ফুটবলাররা। রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল। পরিষ্কার ২-০ গোলে জিতল সার্থক গোলুইরা। মোহামেডান, মোহনবাগান যেখানে পয়েন্ট নষ্ট করেই চলেছে সেখানে একদম অন্যরকম দেখাল ইস্টবেঙ্গলকে। রেলের বিরুদ্ধে লালহলুদের প্রথম গোলটি করেন মোশারফ। প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে ফের ইন্সুরেন্স গোলের জন্য ঝাঁপিয়ে সার্থক গোলুইরা। তাতেই দ্বিতীয় গোল পায় ইস্টবেঙ্গল। এবার ৬৮ মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি করেন আদিল। শেষ পর্যন্ত ২-০ ফলে ম্যাচ জিতে নেয় লাল হলুদ বাহিনী।