Kolkata Knight Riders won at Eden Gardens
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের শেষ বলে গিয়ে জয় তুলে নিল কলকাতা। শেষ বলে দরকার ছিল ২ রান, তাহলেই ম্যাচ জিতত আরসিবি। কিন্তু লকি ফারগুসনকে রান আউট করে ম্যাচ জিতে নিল কেকেআর। তবে ২২২ রান বোর্ডে তুলেও সহজে জিততে না পারায় চিন্তা থেকেই যাচ্ছে নাইট রাইডার্সের। প্রথমে ব্যাট করতে নেমে নাইট ওপেনার সুনীল নারিন রান না পেলেও আরেক ওপেনার ফিল সল্ট করেন ১৪ বলে ৪৮ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার এরপর অর্ধশতরান করেন। রাসের করেন ২৭ রান, ৯ বলে ২৪ করেন রমনদীপ সিং। জবাবে ব্যাট করতে নেমে বিতর্কিত সিদ্ধান্তে আউট হন বিরাট কোহলি। ৭ বলে ১৮ রান করে হর্ষিত রানা বলে ক্যাচ আউট হন তিনি। দুপ্লেসিসও বড় রান পাননি। এরপর খেলা ধরেন উইল জ্যাকস এবং রজত পতিদার। দুজনেই অর্ধশতরান করার পর আর বেশি এগোতে পারেননি। কর্ণ শর্মা, দীনেশ কার্তিক চেষ্টা করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি তাঁরা। শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ জিতে যায় নাইটরা। দুরন্ত বোলিং করেন আন্দ্রে রাসেল। সঙ্গ দেন সুনীল নারিনও।