Bagan draw again in Kolkata league
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:কলকাতা লিগে আবারও ড্র মোহনবাগানের। সময়টা ভালো যাচ্ছে না সবুজ মেরুনের। এবার পুলিসের সঙ্গেও ড্র করল বাগান। এর আগে ডার্বিতেও হারের মুখ দেখতে হয়েছিল সবুজ মেরুনকে। ফলে কলকাতা লিগে বাগানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। কল্যাণী স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন। দুটো পেনাল্টি মিস করে মোহনবাগান ফুটবলাররা। মোহনবাগানকে প্রথমে গোল করে এগিয়ে দেন সুহেল ভাট। এরপর পেনাল্টি পায় বাগান। কিন্তু সেখান থেকে গোল করতে ব্যর্থ হন বাগান মিডফিল্ডার ফারদিন আলি মোল্লা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেও সুযোগ এসেছিল বাগানের কাছে ব্যবধান বাড়ানোর, আবারও পেনাল্টি পায় বাগান। কিন্তু এবার অভিষেক সূর্যবংশী পেনাল্টি নিয়ে গোল মিস করেন। একটা অবাক বিষয় হল, যে দুজন বাগানের হয়ে পেনাল্টি নিলেন তাঁরা কেউই স্ট্রাইকার নন। অর্থাৎ গোল করা সুহেলকে কেন শট মারতে দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে। এক্ষেত্রে বলাই বাহুল্য বাগান কোচের পরিকল্পনা গাফিলতি রয়েছে, সেই কারণেই এবারের লিগে এতটা ব্যর্থ তাঁর দল। পুলিশের হয়ে এরপর ব্যবধান কমান রবি দাস। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।