East Bengal scored 6 goals against Police in the Kolkata League
কলকাতা ফুটবল
ইস্টবেঙ্গল : ৬ পুলিশ এসি : ০
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:কলকাতা লিগের ম্যাচে বড় জয় পেল ইস্টবেঙ্গল। এবারে লিগ জয়ের দৌড়ে দুরন্তভাবেই রয়েছে লালহলুদ শিবির। শুক্রবার পুলিশ এসি দলকে ৬-০ গোলে হারাল ইমামি ইস্টবেঙ্গল দল। শুরু থেকেই পুলিশের রক্ষণ দুর্গের ব্যারিকেড ভেঙে দেয় লালহলুদ বাহিনী। সায়ন ব্যানার্জি, জেসিন টিকেরা মূহূর্মূহূ আক্রমণ করে পুলিশের ডিফেন্ডারদের মধ্যে ত্রাহি ত্রাহি রব তুলে দেন। গোল পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁদের। লালহলুদের প্রথম গোলটি করেন উইংগার সায়ন ব্যানার্জি। এরপর কেরালাইট ফুটবলার জেসিন টিকে জোড়া গোল করেন। পি বিষ্ণুও একটি গোল করেন। ইস্টবেঙগ্লের জার্সিতে এরপর গোল করেন শ্যামল বেসরা এবং আমন সিকে। ৬ গোলে ম্যাচ জেতায় একদিকে যেমন পয়েন্টের দিক থেকে এগোল লালহলুদ, পাশাপাশি গোল পার্থক্যও বেশ খানিকটা বাড়িয়ে ফেলল তাঁরা।