Mohun Bagan got stuck in the first match of the Kolkata League
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের প্রথম ম্যাচের আটকে গেল মোহনবাগান
কলকাতার লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান। কিছুটা অপ্রত্যাশিতভাবেই ভবানীপুর ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন শিবির। ম্যাচে মোটেই নজর কাড়তে পারেনি বাগান ফুটবলাররা। আইএসএলে বাগানের হয়ে খেলা একাধিক ফুটবলারকে এদিন মাঠে নামিয়েছিলেন বাগান কোচ, কিন্তু বৃষ্টিতে ভেজা মাঠ থেকে জয় তুলে আনতে পারলেন না দীপেন্দু বিশ্বাস, আমনদীপ সিংরা। ম্যাচের ৮ মিনিটেই অবশ্য এগিয়ে গেছিল মোহনবাগান।দুর্দান্ত ফ্রিকিকে বল জালে জড়িয়ে দেন বাগানের পাহাড়ি মিডিও শিবাজিত সিং। কিন্তু সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। ২৮ মিনিটেই ভবানীপুরকে সমতায় ফেরান দীর্ঘদিনের চেনা মুখ জিতেন মূর্মূ। দ্বিতীয়ার্ধে দুই দলই বৃষ্টিভেজা মাঠের জন্য দূর থেকে শট নিচ্ছিল, কিন্তু আসল কাজের কাজ করতে পারেনি কোনও দলই। ম্যাচ শেষ পর্যন্ত ১-১ গোলেই ড্র হয়, ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাগানকে।