Devastating fire in the plastic factory of Bypass, a person jumped in panic
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রথের দিন বিকেলে ফের বাইপাস সংলগ্ন এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগায় আগুন লেগে যায় আচমকা। কালো ধোঁয়া ঢেকে দেয় গোটা এলাকা। আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এলাকার একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে বলে খবর। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।
ঘটনার বেশ কিছুক্ষণ পরেও ভিতরে আগুন জ্বলছে বলে খবর। আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত একজন আহত হয়েছেন বলে খবর। শোনা যাচ্ছে ওই ব্যক্তি ছাদ থেকে ঝাঁপ মেরেছেন আতঙ্কে। ওই আহত ব্যক্তিতে আশংকাজনক অবস্থায় বাইপাস লাগোয়া ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে খবর।ভেন্টিলেশনে রাখা রয়েছেন ওই ব্যক্তি এখনও জ্ঞান ফেরেনি। ছাদ থেকে পরে মাথা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।