Devastating fire in Kankurgachi Lohapatti at midnight, Fire broke out in five consecutive factories in that area.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কারখানাগুলিতে পর্যান্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা থেকে দেড়টার সময় কাঁকুড়গাছির লোহাপট্টির প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে কাজ শুরু করে। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় তাদের কাজ করতে সমস্যা হচ্ছে। এখনও পকেট ফায়ার রয়েছে বেশ কিছু এলাকায়। তবে এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।