December 13, 2024 7:57 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 13, 2024 7:57 pm

২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Kolkata fire: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়, পুড়ে ছাই একাধিক বাড়ি, ঘটনাস্থলে দুই মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Devastating fire in Kolkata, several houses were burnt to ashes, two ministers at the scene

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়। শুক্রবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে ঘটনাটি ঘটে। ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২০টি ইঞ্জিন। প্রায় ছয় ঘণ্টা ধরেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। রাতেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও রাজ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। শনিবার সকালেও সাদা ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। দমকলকর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে প্রথমে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলে বহু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়াতে থাকে। পাশাপাশি গঙ্গার হাওয়ায় আগুন ছড়াতে সাহায্য করে। ফলে ইঞ্জিন সংখ্যা বাড়াতে হয়। স্থানীয়দের একাংশের দাবি, রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে ওই বিস্ফোরণগুলি হয়েছে। দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছে।

শশী পাঁজা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপাতত অস্থায়ীভাবে কমিউনিটি হল ব্যবহার করে পুনর্বাসন দেবে সরকার। পরে স্থায়ী ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top