Calcutta league derby at Yuva Bharati
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:
কলকাতা লিগের বড় ম্যাচ হচ্ছে যুবভারতীতেই, জানিয়ে দিল আইএফএ। বহুদিন পর ফের কলকাতা লিগের ডার্বি হতে চলেছে সল্টলেক স্টেডিয়ামে। শেষ কয়েক বছরে ডার্বি আয়োজনে হিমসিম খেয়েছিল আইএফএ, যাও বা আয়োজন করত সেটাও কিশোর ভারতী বা কল্যাণী স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা বেশি থাকত।
যদিও এবার সল্টলেকেই বড় ম্যাচে মাঠে নামবে দীপেন্দু বিশ্বাস, সায়ন বন্দ্যোপাধ্যায়রা। ম্যাচের আগে অবশ্য লালহলুদ বাহিনী বেশ তরতাজা রয়েছে, সেখানে মোহনবাগান শিবির পরপর পয়েন্ট নষ্ট করে কিছুটা যেন দিশেহারা রয়েছে। বড় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, অর্থাৎ শনিবার। ১০ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে ডার্বি ম্যাচের টিকিট বিক্রি। নূন্যতম টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা। আইএফএর আশা বহুদিন পর দুই দল কলকাতা লিগে মাঠে নামবে একে অপরের বিরুদ্ধে, আর দেশি ফুটবলাররা বেশ ভালো পারফরমেন্স করায় ভূমিপুত্রদের খেলা দেখতে মাঠ ভবারে সমর্থ
ডার্বির টিকিটের দাম নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থার কতাবার্তা হচ্ছে বলে জানান অনির্বাণ দত্ত। জানা গিয়েছে, সাধারণ সমর্থকদের কথা ভেবে ডার্বির টিকিটের দাম ১০০ ও ১৫০ টাকা করা হচ্ছে। আর ভিআইপি ও ভিভিআইপি-র জন্য টিকিটের দাম ধার্য করা হচ্ছে ৫০০ ও ১২০০ টাকা। কবে থেকে টিকিট দেওয়া শুরু হবে তা নিয়ে অপেক্ষায় সমর্থকরা।