Kolkata councilors stand by the flood victims
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গের ১০টি জেলা বন্যায় প্লাবিত। সেই বন্যার ত্রাণে একজোট হয়ে নিজেদের বেতনের অর্থ দেবেন কলকাতা পুরসভার কাউন্সিলরেরা। বুধবার পুরসভার মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর শেখ মুস্তাক আহমেদ প্রস্তাবে বলেন, ‘‘সম্প্রতি দক্ষিণবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কলকাতা পুরসভার সব কাউন্সিলরের পক্ষ থেকে এক মাস বা এক দিনের সাম্মানিক ভাতার অর্থ বন্যাদুর্গতদের দেওয়ার প্রস্তাব করছি।’’প্রস্তাবের উত্তর দিতে উঠে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, যে সমস্ত কাউন্সিলররা ত্রাণ তহবিলে অর্থ দিতে চান তারা চেক দিতে পারেন। কিম্বা মুখ্য সচেতককে টাকা দিতে পারেন।
ফিরহাদের কথায়, আমি পুরসভা থেকে কোনওদিন মাইনে নিই না। তবে এই প্রস্তাবে সম্মতি জানিয়ে আমি নিজের এক মাসের মাইনে দান করলাম।’’ এদিন মেয়রের এই কথায়, টেবিল বাজিয়ে সমর্থন জানায়, তৃণমূল-বিজেপি-বাম কাউন্সিলররা।
এদিন বাম সমর্থিত কেএমসি ইঞ্জিনিয়ার্স আন্ড অ্যালায়েড সার্ভিস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র। কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের গ্রুপে পুরসভার মুখ্য সচেতকের তরফে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে।