Many buses are being canceled in the month of August on the orders of the court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের ৩১ জুলাই তারিখের মধ্যে ১৫ বছর পেরিয়ে যাওয়া বাসগুলি বন্ধ করে দিতে হবে, রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগস্ট মাসে রাস্তা থেকে হাজার-হাজার বাস বসে যাবে বলে যে তথ্য তুলে ধরা হচ্ছে তা সঠিক নয়। পরিবহণমন্ত্রী স্নেহাসিশ চক্রবর্তী জানিয়েছেন, আদালতের নির্দেশে ১৫ বছরের উপরে গাড়ি চলা নিষিদ্ধ আছে। সেগুলিকে স্ক্র্যাপ করতে হয়। ২০০৯ সালে যতগুলি বাস রেজিস্ট্রেশন হয়েছিল, ঠিক ততগুলো গাড়ি বাতিল করা হবে। পর্যাপ্ত বাস রাস্তায় রয়েছে। প্রচুর রুটে নতুন বাস নেমেছে।
পরিবেশকর্মী সুভাষ দত্তর ২০০৯ সালে করা একটি মামলার ভিত্তিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় যে, ১৫ বছরের বয়সসীমা পেরিয়ে গেলে আর কোনও বাস কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। শহর কলকাতার পরিবেশ রক্ষার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছিল। আগামী ১ আগস্ট থেকে সেই নির্দেশ কার্যকর করবে পরিবহণ দপ্তর।
ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বোস বলেন, ‘‘আমরা চাই কোভিডের সময়ে যে দুবছর গাড়ি চলেনি, সরকার সেই দুবছর বাড়তি সময় দিক এই পনেরো বছরের গাড়ির বিষয়ে।
অল ইন্ডিয়া বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে বাস ভাড়া কোনওভাবে বাড়ানোর পক্ষপাতি নয় সরকার। যে বেসরকারি বাসের বয়স ১৫ বছর পেরোতে এখনও বাকি ৫–১০ বছর, সে বাসগুলি পরিবহণ দপ্তর থেকে পারমিট বদল করে নতুন করে রাস্তায় নামাতে পারবেন বাস মালিকেরা