Reckless speed incident in the city. Due to which a couple of accidents happened.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শহরে ফের বেপরোয়া গতির ঘটনা। যার জেরে জোড়া দুর্ঘটনা ঘটল। পাটুলিতে রাস্তা পার হওয়ার সময় মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। অন্যদিকে, টালিগঞ্জ রেলব্রিজের কাছে মৃত্যু হল স্কুটার চালকের।
কলকাতায় ফের বেপরোয়া গতির দৌরাত্ম্য। মৃত্যু হল স্কুটার চালকের। গতকাল রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ রেলব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কালীঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার মাঝে রাখা গার্ডরেলে ধাক্কা মারে স্কুটারটি। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে কৃষ্ণেন্দু দাসকে (৩০) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তি এম আর বাঙুর হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তিনি মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে বুধবার সকালে পাটুলি এলাকায় রাস্তা পরনোর সময় বাইকের ধাক্কায় জখম পথচারী। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথা ও পায়ে চোট লাগে। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।জেলায় জেলায় সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচিও হয়। কিন্তু তা সত্ত্বেও বদলাচ্ছে না পরিস্থিতি।