Koel Mallick is going to be a mother.The actress herself said that on social media.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর প্রতিপদের দিনই সুখবর শোনালেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মা হতে চলেছেন কোয়েল মল্লিক। নিজেই সোশাল মিডিয়ায় সেকথা জানালেন এই অভিনেত্রী। ২০২০ সালে কোয়েল এবং নিসপাল সিংয়ের প্রথম সন্তান হয়। কাবীরের বয়স এখন চার বছর। এবার ফের তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, জানালেন কোয়েল মল্লিক নিজেই। সোশাল মিডিয়ায় নিজের স্বামী, ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করে কোয়েল জানিয়েছেন দ্রুত তাঁদের পরিবার আরও বড় হতে চলেছে। এবং কবিরও বড় দাদা হতে চলেছে। অর্থাৎ তিনি মা হতে চলেছেন। এই খবর সোশাল মিডিয়ায় কোয়েল জানানোর পরই তাঁকে শুভেচ্ছায় জোয়ারে ভাসিয়েছে নেটিজেনরা।