Kohli-Maxwells aim for night slaughter in Bangalore
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার আইপিএলে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে আরসিবি। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে হারের পর পরের ম্যাচেই পাঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বিরাট কোহলির দল। যদিও সমস্যা একটা জায়গায়, বিরাট কোহলি ছাড়া দলের টপ অর্ডার সেই ম্যাচেও ক্লিক করেনি । প্রথম দুই ম্যাচের একটিতেও পারফরম্যান্স দেখাতে পারেননি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য গ্লেন ম্যাক্সওয়েল। ফাফ ডুপেসিসও খুব ধিমে তালে রান করেছেন। ফলে অনেকটাই চাপ এসে পড়েছে কোহলির ওপর। কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে আরসিবির ম্যাচ যখনই হয়, তখনই ম্যাচের ফল হয় আকর্ষণীয় । ফলে এই ম্যাচেও যে রুদ্ধশ্বাস লড়াই হবে তা বলাই বাহুল্য। তার কারণ ঘরের মাঠের অ্যাডভান্টেজ যেমন থাকবে বিরাট কোহলির কাছে তেমনি প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস থাকবে নাইট রাইডার্স-এর। সঙ্গে লড়াই হবে ডুপ্লেসিস – ম্যাক্সওয়েল – বিরাট কোহলিদের ব্যাটিং লাইন আপের সঙ্গে সুনীল নারিন , আন্দ্রে রাসেল , মিচেল স্টার্কদের বোলিং ইউনিটের সঙ্গে।