This time, BJP protested in Kolkata Municipal Corporation against the RG Kar case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে এবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভা। শহরের সব ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে প্রতি মাসে একটি বিশেষ অধিবেশন হয় কলকাতা পুরসভায়, কিন্তু আরজি করের ঘটনায় বিচারের দাবি করে এই অধিবেশন এই মাসের জন্য বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন বিজেপি কাউন্সিলররা, কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। এরপরই তাঁরা অধীবেশনের মাঝে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন, এরপর সজল ঘোষসহ বিজেপির বাকি কাউন্সিলররা অধিবেশন কক্ষ ছেড়ে বেড়িয়ে দিয়ে প্রতিবাদ দেখান। হাতে ছিল আরজি করের বিচার চাই লেখা পোস্টার। এরপর বেড়িয়ে এসে সজল ঘোষ দাবি করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কর্তব্যরত এক চিকিৎসকের এমন পরিণতির পরে তাঁর পরিবারকে চিঠি লিখে সমবেদনা জানানো বা ক্ষমা চাওয়া হয়নি।