After winning three matches Kolkata Knight Riders face of defeat
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে প্রথম হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেল নাইটরা। অবশ্য ব্যাটিং এত খারাপ করলে জেতাও যায়না। আন্দ্রে রাসেল, রমন্দিপ সিংহ থেকে ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, ব্যাট হাতে ব্যর্থ সকলেই। মেরে কেটে ৯ উইকেটে ১৩৩ রান তুলতে সক্ষম হয় টানা তিন ম্যাচে জেতা কেকেআর। এদিনের ম্যাচে দুরন্ত বোলিং করেন চেন্নাই বোলাররা। ২৭ রান করেন সুনীল নারিন, ২৪ রান করেন আঙ্কৃষ রঘুবাংশি। ৩২ বলে ৩৪ রানের ধীর গতির ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তুষার দেশপান্ডে নেন ৩ উইকেট, রবীন্দ্র জাদেজাও ৩টি গুরুত্বপূর্ন উইকেট নেন। মুস্তাফিজুর রহমান নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রচিন রবীন্দ্রকে হারলেও ঠাণ্ডা মাথায় খেলে ম্যাচ বার করে নেন রুতুরাজ গায়েকওয়ার- শিবম দুবেরা। অর্ধশতরান করেন অধিনায়ক গায়েকওয়ার। ২.২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় চেন্নাই, দুটি উইকেট নেন বৈভব আরোরা , একটি উইকেট নেন নারিন। ধোনিদের দলের বিপক্ষে এভাবে কেন ধ্বসে পড়ল গোটা ব্যাটিং লাইন আপ, উত্তরের খোঁজে কেকেআর।