Kirti Azad can be seen in the race to chair the elections of the Delhi District Cricket Association
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বছরটা ভালোই যাচ্ছে বাংলার তৃণমুল সাংসদ কীর্তি আজাদের। তিনি লোকসভা নির্বাচনে শুধু দীলিপ ঘোষকেই হারাননি। একই সঙ্গে নিজের রাজ্যের বাইরে থেকে অন্যরাজ্যে এসেও জিতে গেছেন। যদিও তিনি আপাতত দিল্লিতেই থাকেন অধিকাংশ সময়। এবার তিনিই ফের নির্বাচনের ময়দানে। এবার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতিত্ব করার দৌড়েই দেখা যেতে পারে বর্ধমানের এই সাংসদকে। অতীতেও দিল্লি ক্রিকেট সংস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তবে কয়েক বছর আগেই তাঁর সঙ্গে দিল্লি ক্রিকেট সংস্থার বিচ্ছেদ হয়। তাঁর বিরুদ্ধেও উঠেছিল বিস্তর অভিযোগ। এবার সেই তিনিই ফের দিল্লির নির্বাচনে নামতে চলেছেন।