Allegations of prostitution at BJP leader’s hotel. Four women arrested including the manager
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পাচারের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল ৪ মহিলাকে। বুধবার গভীর রাতে খড়গপুরের এক হোটেল থেকে তাঁদের উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। কিন্তু এই ঘটনায় এক বিজেপি নেতার নাম জড়িয়ে যাওয়ায় উঠছে নানা প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, যে হোটেলটি থেকে ওই মহিলাদেরকে উদ্ধার করা হয়েছে সেই হোটেলটির মালিক এক বিজেপি নেতা। বিমল দাস ওরফে টিঙ্কু নামের ওই নেতা গোপালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই ওই ব্যাক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। লজের ম্যানেজার সহ গ্রেপ্তার হয়েছেন চার মহিলা। এদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগনায়। বিজেপির তরফে অবশ্য পুরো ঘটনাটিকেই চক্রান্ত বলে দাবি করা হয়েছে।
সূত্রের দাবি, এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূলের দাবি, ওই বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ ছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে অভিযুক্ত ওই নেতাকে শুভেন্দু এবং অগ্নিমিত্রার সঙ্গেও দেখা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই লজের মালিক শুভেন্দু ঘনিষ্ঠ গোপালী গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাস ওরফে টিংকু। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। মূল অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি।পুলিশ জানিয়েছে, ওই হোটেল থেকে সিসিটিভির হার্ডডিস্ক, দুটি ইউপিআই স্ক্যানার উদ্ধার হয়েছে। ওই স্ক্যানারের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হত। এছাড়াও ৩-৪ প্যাকেট কন্ডোম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে।