Khaleda Zia is sick again, admitted to the hospital
বাংলাদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :
ফের অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার ভোরে জরুরিভিত্তিতে অ্যাম্বুল্যান্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বিএনপি নেত্রীর প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সোমবার ভোর ৪টা ১২ নাগাদ খালেদা জিয়াকে গুলশনের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
গত ২১ জুন রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল খালেদা জিয়াকে । ২৩ জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর হৃদপিণ্ডে পেসমেকার লাগানো হয়।
১১ দিন চিকিৎসার পর গত মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। জেলে পাঠানো হয় তাঁকে। উচ্চ আদালতে আবেদন করলে তাঁর সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। পরে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে বিশেষ ব্যবস্থায় রাখা হয় তাঁকে ।
২০২০ সালের ২৫ মার্চ তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণের সময় গুলশানের বাড়ি ও দেশে চিকিৎসার শর্তে মুক্তি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে গুলশানের বাড়িতে রয়েছেন তিনি। অসুস্থ হলে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে