Khagragarh explosion case sensational turn! High Court granted bail to accused Azad
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ঘটনায় অভিযুক্ত জেএমবি জঙ্গি আব্দুল কালিম ওরফে আজাদকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আজাদকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। তদন্তের স্বার্থে পরে আজাদকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।দীর্ঘদিন হয়ে গিয়েছে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে।এই অবস্থায় জেএমবি জঙ্গিকে জামিন দিল সর্বোচ্চ আদালত।
বলে রাখা প্রয়োজন, ২০১৪ সালের ২ অক্টোবর দুর্গাপুজোর উৎসবে মেতে বাংলা। ঠিক সেই সময়েই বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমানের খাগড়াগড়। বিস্ফোরণে শাকিল গাজি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় আরও একজন আহত। বিস্ফোরণের স্থল এবং পরিস্থিতি বুঝে ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। বিস্ফোরকের নমুনা পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। শুধু তাই নয়, ঘটনায় বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশে’র নাম জড়ায়।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করে আজাদ। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য যে এই মামলার বিচার প্রক্রিয়া কবে শেষ হবে সেটা অজানা এবং ইতিমধ্যে আজাদ ৮ বছরের সাজাও খেটেছে। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা হল। বলে রাখা প্রয়োজন, খাগড়াগড়ের মূল মামলায় বিচার শেষ করে ইতিমধ্যে ৮ বছরের নির্ধারিত সাজার মেয়াদও শেষ হয়েছে। কলকাতা পুলিশের মামলার বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছে বলে আদালত সূত্রে খবর।