December 6, 2024 5:10 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 6, 2024 5:10 pm

২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Kerala Blast: কেরলের নীলেশ্বরমে বাজির গুদামে আগুন, আহত শতাধিক

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

At least 150 pilgrims were injured in the firework explosion. The condition of 12 of them is critical.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দীপাবলীর উৎসব সূচনার মুহুর্তেই কেরলে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। বাজির গুদামে আগুন লেগে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। আর তার জেরেই কেউ দগ্ধ হলেন আগুনে, কেউ বা পদপিষ্ট হলেন। কেরলের নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে সোমবার রাতে এই দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোশ্যাল মিডিয়াতে সেই বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। রাতের দিকে মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার কারণ সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকেরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রত্যেকে অগ্নিদগ্ধ কিনা, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার সকাল পর্যন্ত কারোর মৃত্যুর খবর মেলেনি।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top