Arvind Kejriwal’s government is corrupt, AAP MLA Rajkumar Anand left the party.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চাপের মুখে নতি স্বীকার করলেন আম আদমি পার্টির বিধায়ক রাজকুমার আনন্দ। কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে ছিলেন এই আপ নেতা। অরবিন্দ কেজরিওয়ালের সরকার দুর্নীতিগ্রস্ত , এই অভিযোগ তুলে দল থেকে বেরিয়ে গেলেন আপ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রিত্ব সামলানো এই বিধায়ক। কদিন আগেই আপ নেত্রী আতিশী দাবি করেছিলেন, তার দলের নেতাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আপ ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব আসছে। অভিযোগের তীর ছিল বিজেপির দিকেই। অতীশি আরো দাবি করেছিলেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ২০১৩ সালের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল আপের এই বিধায়কের বিরুদ্ধে। সেই মতো পাতিলনগরের বিধায়কের বাড়িতে যায় ইডি। সেই কারণেই তার এই দলত্যাগ কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে আপ নেতারা। আনন্দ বলেন,’ ভাবতাম একটা সৎ দলের হয়ে কাজ করছি। কিন্তু এখন দেখছি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করতে গেলে দলের দিকেই আঙুল উঠছে। তাই এই দলে থাকা সম্ভব নয়। দলের সমস্ত পদ এবং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি ‘।