Katrina is sick! Black patch on the actress’ hand, speculations are high,
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। আর উৎসবের এই মরশুমে নবরাত্রির অনুষ্ঠানে সামিল হচ্ছেন বলিউডের তারকারাও। সম্প্রতি এক নবরাত্রির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই ক্যামেরাবন্দি হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।উৎসবের সাজ হিসেবে অভিনেত্রীর পরনে ছিল একটি দুর্ধর্ষ এম্বেলিশড কমলা রঙা শাড়ি। যা ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার তরুণ তাহিলিয়ানি। আর ভিকি-ঘরণীর ছিমছাম অথচ নজরকাড়া সাজে মুগ্ধ হয়েছে ভক্তরাও।
তবে আচমকাই ভক্তদের চোখে পড়েছে একটা অদ্ভুত বিষয়। যা নিয়ে কৌতূহলের শেষ নেই তাঁদের মনে। আসলে ভাইরাল হওয়া বিভিন্ন ছবি আর ভিডিও-য় দেখা গিয়েছে ক্যাটরিনার হাতে রয়েছে একটি কালো রঙের প্যাচ। তবে তা আরও স্পষ্ট ভাবে দৃশ্যমান হয়েছে নবরাত্রির অনুষ্ঠানের বিভিন্ন ছবি আর ভিডিও-য়।
ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কলিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছিলেন ক্যাটরিনা। মুহূর্তের মধ্যে তাঁর সেই ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর উৎসবের সাজ দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। তবে ভক্তদের একাংশ ক্যাটকে নিয়ে বেশ উদ্বেগই প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “তিনি কি সুস্থ আছেন?” অন্য এক নেটিজেন অবশ্য জল্পনা উস্কে দিয়ে বলেছেন, “দেখে তো মনে হচ্ছে একটা মেডিক্যাল প্যাচ!”
জানা গিয়েছে, অভিনেত্রীর হাতে থাকা কালো ওই প্যাচটি সম্ভবত ডায়াবেটিস প্যাচ। যা সাধারণত রক্তে শর্করার মাত্রা মনিটর করার জন্য ব্যবহৃত হয়। এই ধরনের প্যাচ অবশ্য কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরস (সিজিএম) নামেও পরিচিত।যদিও এই বিষয়ে কোনও রকম কিছুই বলেননি ক্যাটরিনা।